ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা গ্রাম – ফতেপুর, ডাক – সাধুহাটি, সদর মৌলভীবাজার একটি দ্বীনি প্রতিষ্ঠান , স্থাপিত ১৯৫৭ইং । এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনসাধারন কোরআন সুন্নার আলোকে এলাকাকে আলোকিত করার জন্য অত্র মাদ্রাসাটির স্থাপন করেন। আজ অনেক এ পৃথিবীতে নেই, আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি । মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন । সাথে সাথে যে সকল উস্তাদ বৃন্দ খেয়ে না খেয়ে তাদের মেধা বিলিয়ে দিয়ে, অক্লান্ত পরিশ্রম করে নবীজির এ বাগান সাজিয়েছেন তাদের কে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি । মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন । প্রতিষ্ঠাতা, দাতা, শুভাকাংখী সবাই কে আল্লাহ যেন উত্তম পুরুষ্কার দুনিয়া ও আখেরাতে দান করেন । কোরআন হাদিসের বুলবুলিরা যেন এ আলো ছড়িয়ে দিতে পারে মহান আল্লাহর দরবারে আরজ । সংশ্লিষ্ঠ সকলের নেক হায়াত কামনা করি । আমিন