ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্টান ফতেপুর বাবুল উলুম দাখিল মাদ্রাসা, অত্র এলাকার ( ফতেপুর, নাসিরপুর, শাহাবাদ ) ধর্মপ্রাণ মুসলিম জনগনের প্রধান দ্বীনি শিক্ষা কেন্দ্র । দেশী বিদেশী সবার সহযোগীতায় দিন দিন এ প্রতিষ্টান এগিয়ে যাচ্ছে । ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে সঞ্জয়া মঞ্জরী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হইতে ০১/০১/১৯৮৫ ইং , দাখিল মাদ্রাসা হিসাবে একাডেমিক অনুমতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ০১/০৭/১৯৮৫ ইং প্রথম স্বীকৃতি। ০১/০৭/১৯৯৩ ইং প্রথম MPO অক্টোবর ১৯৯৩ ইং। ২০১৫ ইং এবং ২০২২ সালে শতভাগ উর্ত্তীন দাখিল পরিক্ষা । দেশ ও জাতির উন্নয়নে বিশেষ করে নারী ক্ষমতায় এ মাদ্রাসার বিশেষ ভূমিকা রয়েছে । আসুন আমরা সবাই মিলে কোরআন সুন্নার এ প্রতিষ্টানের উন্নতি ও অগ্রগতির জন্য কাজ করি । মুহান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন । আমিন